Post Page Advertisement [Top]


আপনাদের দান ও আমাদের বিশ্বাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ (সংগ্রহ প্রায় দেড় লক্ষ টাকা)
Bangladesh Student Association - Purdue University BDSA বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের বন্যা পরবর্তী পুনর্বাসনে
সাহায্যকল্পে ২-৩ সপ্তাহ আগে বিভিন্ন মাধ্যমে ফান্ডরেইজিং কার্যক্রম শুরু করে, উক্ত কার্যক্রম আজ শেষ হয়।
ফেইসবুক ফান্ডরেইজারে ৩২ জন ডোনারের কাছ থেকে প্রায় ১০০০ ডলার সংগৃহীত হয় , এদের অধিকাংশই ইএসএর বিভিন্ন স্টেট থেকে , কেউ ডোনেট করেছেন লন্ডন, জার্মানি, কেউবা সুইডেন থেকে
আরো প্রায় ১২ জন ডোনারের কাছে থেকে ক্যাশ ও পেপালের মাধ্যমে সংগৃহিত হয় প্রায় আরো ১০০০ ডলারের সামান্য কম।
সর্বোপরি, আজ অবধি আমাদের সংগ্রহ প্রায় ২০০০ ডলার।
BDSA Executive Committee এর সর্বোসম্মতি ক্রমে উক্ত টাকা প্রদান করা হবে MANUSH MANUSHER JONYO (MMJ) FOUNDATION INC কে পুনর্বাসন কাজে শীঘ্রই ব্যবহারের জন্য।
MMJ is a United States-based nonprofit and non-political public charitable foundation.
পার্ডু বিশ্ববিদ্যালয়ের নিয়মানুয়ায়ী, BDSA যেহেতু উক্ত বিশ্ববিদ্যালয়েরই একটি ছাত্র সংগঠন, তাই উক্ত ডোনেশনের টাকা BOSO ( Purdue University Business Office for Student Organizations) পেইচেকের মাধ্যমে MANUSH MANUSHER JONYO (MMJ) কে প্রদান করবে পুনর্বাসন কাজে শীঘ্রই ব্যবহারের জন্য।
উল্লেখ্য যে, BDSA কমিউনিটির সিনিয়র সদস্য, রিসার্চ সাইনটিস্ট মুনিরুল হক (সানি ভাই) - MANUSH MANUSHER JONYO (MMJ) প্রতিষ্ঠানটির ফাউন্ডিং ডিরেক্টর।
সকল ডোনারদের ডোনেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে ও বাংলাদেশের যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
ধন্যবাদ
নাঈম


Our Fund Raising effort was highlighted in Purdue Exponent, coming in print version on Thursday. 
                    BDSA Fundraising Effort for Flood Relief in Bangladesh

Bottom Ad [Post Page]


Website is designed and developed by Sajid Choudhury | Pixel template is designed by Colorlib